7634

দুই বছরেও বিচার সম্পূর্ণ হয়নি রাবি শিক্ষক রেজাউল করিম হত্যার

দুই বছরেও বিচার সম্পূর্ণ হয়নি রাবি শিক্ষক রেজাউল করিম হত্যার

2018-04-23 00:07:56

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার দুই বছরেও বিচার হয়নি। এতে অনেকটাই হতাশ নিহতের পরিবার ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

তবে ক্যাম্পাস শিক্ষক-শিক্ষার্থী এবং পরিবারে হাজারো আন্দোলন-সংগ্রাম শেষে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আগামী ৮ মে।

এ বিষয়ে রজশাহী আদালতের পাবলিক প্রসিকিউটর এন্তাজুল হক বাবু জানান, ‘২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। মামলায় ২৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আইনজীবীদের যুক্তি-তর্ক শেষ হলে আদালত মামলার রায়ের আগামী ৮ মে দিন ধার্য করা হয়’।

জানা গেছে, ২০১৬ সালের ২৩ এপ্রিল রাজশাহীর নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির কাছে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় হত্যা অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন নগরীর গোয়েন্দা শাখার পরিদর্শক রেজাউস সাদিক। প্রায় সাড়ে ৬ মাসের তদন্ত শেষে ২০১৬ সালের ৬ নভেম্বর ৮ জনকে আসামী করে প্রতিবেদনটি আদালতে জমা দেন তিনি।

তবে হত্যার মূল পরিকল্পনাকারী ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলামকে দুই বছরেও পুলিশ গ্রেফতার দেখাতে পরেনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও বিভাগের শিক্ষকবৃন্দ। আসামীদের মধ্যে কারাগারে রয়েছেন বগুড়ার শিবগঞ্জের মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ। আর বাকি তিনজন নীলফামারীর মিয়াপাড়ার রহমতুল্লাহ, রাজশাহী মহানগরীর নারকেলবাড়িয়া এলাকার আবদুস সাত্তার ও তার ছেলে রিপন বর্তমানে জামিনে রয়েছেন বলে জানা যায়। এরমধ্যে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে একজন কারাগারে ও তিনজন জামিনে রয়েছেন।

শিক্ষক রেজাউল করিম হত্যার দুই বছরেও বিচার পায নি পরিবার। তবে ৮ মে’র বিচার নিয়ে আশাবাদী তারা। এ ব্যাপারে জানতে চাইলে নিহতের মেয়ে রেজোয়ানা হাসিন শতভী বলেন, ‘আমরা অপরাধীদের সবার ফাঁসি চাই। মামলার সুষ্ঠু বিচার হবে বলে আমরা আশাবাদী।’

এদিকে গত ১১ এপ্রিল অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ডে দায়ের করা মামলায় উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ, শুনানি ও দু’দিনে যুক্তিতর্ক শেষ হয়। যুাক্তিতর্ক শেষে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার মামলার রায় ঘোষণা দিন নির্ধারণ করেন আগামী ৮ মে।

এদিকে অধ্যাপক রেজাউল করিম হত্যার দুই বছর উপলক্ষ্যে আগামীকাল সকালে প্রতিবাদী র‌্যালি করবে ইংরেজি বিভাগ।

এসএম/ ২২ এপ্রিল ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]