7696

ঢাবি ভিসির বাসভবনে হামলার প্রতিবাদে ববিতে মানববন্ধন

ঢাবি ভিসির বাসভবনে হামলার প্রতিবাদে ববিতে মানববন্ধন

2018-04-26 04:25:27

বরগুনা জেলার কৃতী সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি ড.আখতারুজ্জামানের বাসভবনে নির্মম হামলার প্রতিবাদে “বরগুনা জেলা ছাত্র কল্যান সমিতি,বরিশাল বিশ্ববিদ্যালয়“এর পক্ষ থেকে বুধবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে “বরগুনা জেলা ছাত্র কল্যান সমিতি”বরিশাল বিশ্ববিদ্যালয় এর সম্মানিত উপদেষ্টা
শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া,লোক প্রশাসন বিভাগের প্রভাষক শাহ মোহাম্মাদ সিরাজিস সাদিক,বরগুনা জেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি শাহজালাল ইয়ামিন,সাধারন সম্পাদক জাহিদ ইসলাম, সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মিয়া বলেন "ঘৃন্য, বর্বরোচিত, ধ্বংসযোগ্য, অগ্নিসংযোগ ভাংচুর ও আখতারুজ্জামান স্যারেকে পরিকল্পিত ও উদ্দেশ্যপূর্ণ এই হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং হামলার সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি"

বরগুনা জেলা ছাত্রকল্যান সমিতির সম্মানিত উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের প্রভাষক শাহ মোহাম্মাদ সিরাজিস সাদিক বলেন" আখতারুজ্জামান স্যারের বিরুদ্ধে যেসব কূচক্রী মহল ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর মত এই দুঃসাহস দেখিয়েছে সেইসব সন্ত্রাসীদের দ্রুত বিচার ও যথাযথো আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তীমূলক শাস্তির দাবি নিশ্চিত করতে হবে"

এছাড়াও মানবন্ধনে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থীরা।তারা এই ঘৃন্য হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আনার দাবি জানান।

এসএম/ ২৫ এপ্রিল ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]