8153

কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

2018-05-15 21:17:05

কোটা পদ্ধতি সংস্কারে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাশ পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৫ মে) সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে অবস্থান ধর্মঘট করে শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শেষ বর্ষের ছাত্র মঞ্জুরুল আহসান, আইন বিভাগের শেষ বর্ষের ছাত্রী রোমেলা আক্তার, অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জহিরুল ইসলাম এবং রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বিথীনা এনামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, কোটা বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণার যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা।

টিআই/ ১৫ মে ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]