8582

জেএসসি-জেডিসিতে কমল বিষয় ও ২০০ নম্বর

জেএসসি-জেডিসিতে কমল বিষয় ও ২০০ নম্বর

2018-06-01 00:37:02

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মোট নম্বর থেকে কমছে ২০০ নম্বর। এ ছাড়া কমে যাচ্ছে তিনটি বিষয়ও।

বৃহস্পতিবার (৩১ মে) ন্যাশনাল কারিকুলাম কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির প্রধান ও শিক্ষা সচিব সোহরাব হোসাইন সাংবাদিকদের এই তথ্য জানান।

সচিব বলেন, বাংলা দুই বিষয়ে ৫০ এবং ইংরেজির দুই বিষয়ে ৫০ করে মোট ১০০ নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এ ছাড়া আগে বাংলা দুটি ও ইংরেজির দুটি করে বিষয় থাকলেও এখন থাকবে কেবল একটি করে বিষয়। অর্থাৎ চারটি বিষয়ের বদলে বাংলা ও ইংরেজি হবে দুটি বিষয়।

এ ছাড়া অষ্টম শ্রেণির এই সমাপনী পরীক্ষায় ১০০ নম্বরের চতুর্থ বিষয়টিও বাদ দেওয়া হচ্ছে। এই পরীক্ষাটি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে।

এত দিন জেএসসি পরীক্ষায় ১০টি বিষয়ে পরীক্ষা দিতে হতো শিক্ষার্থীদের। এখন বাংলা ও ইংরেজির দুই পত্র এবং চতুর্থ বিষয় বাদ দিয়ে পরীক্ষা দিতে হবে মোট সাতটি বিষয়ে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেএসসিতে ৮৫০ নম্বরের বদলে ৬৫০ নম্বর এবং জেডিসিতে ১০৫০ নম্বরের বদলে ৮৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

সচিব জানান, কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পেশ করবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।

হঠাৎ করে ২০০ নম্বর কমানোর সিদ্ধান্ত কেন নেওয়া হলো—জানতে চাইলে সোহরাব হোসাইন বলেন, মূলত শিক্ষার্থীদের ওপর থেকে সিলেবাসের চাপ কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের আগে দেশের শিক্ষাবিদ, অভিভাবকসহ বিভিন্ন পর্যায় থেকে মতামত নেওয়া হয় বলেও জানান তিনি।

এসএম/ ৩১ মে ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:campustimes77@gmail.com