8934

লাইভে নারী সাংবাদিকের সঙ্গে এ কেমন আচরণ!

লাইভে নারী সাংবাদিকের সঙ্গে এ কেমন আচরণ!

2018-06-22 04:08:02

বিশ্বকাপ উপলক্ষে সারা দুনিয়ার চোখ এখন রাশিয়ায়। আসরের বিভিন্ন তরতাজা খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সাময় এক নারী সংবাদিককে হয়রানির শিকার হতে হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের অন্যতম প্রতিনিধি হয়ে বিশ্বকাপের কভার করতে রাশিয়ায় গিয়ে দর্শকদের হয়রানির শিকার হন জুলিয়েট গোনজালিজ থেরান নামের কলম্বিয়ার এক নারী সাংবাদিক।

মস্কোর স্টেডিয়ামের বাইরে লাইভ সম্প্রচার চলাকালীন সাংবাদিকের বক্ষে হাত দেন এক সমর্থক। শুধু তাই নয় জোর করে চুমু দেন তিনি। আর তা সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশনের পর্দায়। আর সে ভিডিও ইনস্টাগ্রামে পোস্টও করেন হয়রানির শিকার হন সেই সাংবাদিক।

কলম্বিয়ার সাংবাদিক জুলিয়েট এতে যে চরম অপমানিত হয়েছেন, সেটা বলতে ভুলেননি। এ ব্যাপারে তিনি বলেন, ‘সম্মান! না আমরা তার যোগ্য নই। আমরা খুবই দায়িত্বের সঙ্গেই কাজ করছি এবং ফুটবলের আনন্দে মেতেও উঠছি। কিন্তু এর জন্য কেউ হয়রানির শিকার হবেন সেটা ঠিক নয়।’

গত ১৪ জুন রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠেছে। এরই মধ্যে সাতদিনের খেলা শেষ হয়ে গেছে। সারা বিশ্ব থেকে দর্শকরা ভিড় করছে রাশিয়ায়। এই উত্তেজনা চলবে ১৫ জুলাই পর্যন্ত।

এমএস/ ২১ জুন ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]