9081

খেলা দেখার সময় হৃদরোগে আর্জেন্টাইন সমর্থকের মৃত্যু

খেলা দেখার সময় হৃদরোগে আর্জেন্টাইন সমর্থকের মৃত্যু

2018-06-27 23:09:24

রাজশাহীতে বিশ্বকাপ ফুটবলের নাইজেরিয়ার সঙ্গে খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সেলিম নামের আর্জেন্টিনার এক সমর্থক মারা গেছেন। নগরীর মহলদারপাড়া এলাকার বাসিন্দা সেলিম পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার খেলা দেখার সময় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, খেলা চলাকালে নাইজেরিয়া গোল শোধ করে সমতা আনলে সেলিম নিশ্চুপ হয়ে পড়েন। খেলার শেষদিকে আর্জেন্টিনা জয়সূচক গোল করলে উল্লাস করতে গিয়ে চেয়ার থেকে নিচে পড়ে যান সেলিম।

এ সময় সেলিম হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে সেলিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জেডএম/ ২৭ জুন ২০১৮

স্বত্বাধিকারী: তানভীর সিনহা
সম্পাদক: মো. খালেদ রায়হান
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
ঠিকানা: হাউজ ৬, রোড ১৪, সেক্টর ০৪, উত্তরা
যোগাযোগের নাম্বার: +৮৮০১৬৮৭২৮২৮২৬
ইমেইল: m.k.rayhan15@gmail.com