9100

শাবিতে যুক্ত হচ্ছে নতুন ৬ বাস

শাবিতে যুক্ত হচ্ছে নতুন ৬ বাস

2018-06-28 17:14:25

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৮-১৯ অর্থ বছরে যুক্ত হচ্ছে ছয়টি নতুন বাস (শিক্ষার্থীদের জন্য ৪টি ও শিক্ষকদের জন্য ২টি)।

বুধবার (২৭ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বাজেট সংক্রান্ত এক মত বিনিময় সভায় এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানে এ বছরের জুলাইয়ে দুইটি বাস ও আগামী বছরের জানুয়ারিতে দুইটি বাস ক্রয় করা হবে। প্রতি মাসে বিআরটিসি’র বাস ভাড়া বাবদ বিশ্ববিদ্যালয়ের প্রচুর টাকা খরচ হচ্ছে এবং এই খরচ বাঁচাতেই নতুন বাস কেনার উদ্যোগ।’

উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে যানবাহন ক্রয় বাবদ ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

টিআই/ ২৮ জুন ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]