9144

বেরোবিতে সেই শিক্ষকের নিয়োগ বাতিল

বেরোবিতে সেই শিক্ষকের নিয়োগ বাতিল

2018-06-30 16:27:57

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে শিক্ষক হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী আফসানা হকের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

শুক্রবার (২৯ জুন) ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে সকাল ১০টায় ৫৭তম বিশেষ সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী প্রশাসক এবং তথ্য প্রদানকারী কর্মকর্তা তাবিউর রহমান প্রধান।

জানা যায়, আসফারা হককে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৫৬তম সিন্ডিকেটে নিয়োগ প্রদান করা হয় এবং ২৪ জুন অপর ১০ জন শিক্ষকের সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগদান করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আসফারা হককে প্রথমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। প্রথম সিন্ডিকেটে প্রাথমিকভাবে নিয়োগ প্রদানের পর পরবর্তী সিন্ডিকেটে কারণ বিশেষে তাকে বাতিল করা হয়।

প্রাথমিকভাবে নিয়োগের পর পর্যবেক্ষণ বা প্রবেশন প্রিরিয়ড থাকে। বিশেষ কারণে ওই নিয়োগ বাতিল করতে পারে সিন্ডিকেট।

উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসা আসফারা হকের নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে এবং শিক্ষার্থীরা প্রশাসনের কাছে তার নিয়োগ বাতিলের আহ্বান জানায়।

টিআই/ ৩০ জুন ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]