9350

গার্দিওলাকে কোচ চান মেসি, আগুয়েরো

গার্দিওলাকে কোচ চান মেসি, আগুয়েরো

2018-07-06 16:57:00

আর্জেন্টিনার ভবিষ্যৎ কোচ হিসেবে পেপ গার্দিওলাকে চান মেসি এবং আগুয়েরো। একাধিক স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও গার্দিওলাকে কোচ করে আনতে উঠেপড়ে লেগেছে। খুব তাড়াতাড়ি তাকে বড় অঙ্কের প্রস্তাব দেয়া হবে।

আর্জেন্টিনা এবার দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে। নকআউট পর্বে ফ্রান্স তাদের ৩-৪ গোলে হারিয়ে দেয়।

গোটা টুর্নামেন্ট জুড়ে কোচ সাম্পাওলির কৌশল প্রশ্নবিদ্ধ ছিল। স্থায়ী একটি একাদশও দাঁড় করাতে পারেনি। খেলোয়াড়দের সঙ্গেও সম্পর্ক খারাপ হওয়ার খবর চাউর হয়। যেকোনো দিন তিনি বরখাস্ত হতে পারেন।

সূত্রের খবর, বার্সার সাবেক কোচ গার্দিওলাকে বছরে ১২ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়া হতে পারে। তিনি রাজি হলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হবে।

গার্দিওলাকে রাজি করাতে মেসি নাকি চেষ্টা করছেন। আরেক ফরোয়ার্ড আগুয়েরোও চেষ্টা করছেন ম্যানচেস্টার সিটির এই কোচকে তাদের জাতীয় দলে আনতে।

বার্সেলোনার হয়ে চার বছরে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ মোট ১৪টি শিরোপা জিতেছেন গার্দিওলা। ২০১২ সালে কাতালান ক্লাবটি ছাড়ার পরের বছর বায়ার্ন মিউনিখে যোগ দেন। এরপর ২০১৬ সালে ম্যানসিটিতে চলে আসেন।

টিআর/ ০৬ জুলাই ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]