টকশোতে মাওলানাকে থাপড় দিল নারী আইনজীবী
2018-07-19 19:32:54
তিন তালাকের ওপর আয়োজিত ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি হিন্দুস্তানের এক লাইভ টকশোতে অতিথিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
টকশোতে আলোচনা চলা অবস্থায় নারী আলোচক ফারাহ ফাইজ আরেক আলোচক মাওলানা এজাজ আরশাদ কাজমীর গায়ে হাত উঠানোয় এই ঘটনা ঘটে। কিন্তু ভারত ও বাংলাদেশের মিডিয়ায় বলা হয় মাওলানা মহিলা আইনজীবীর ওপর হাত তুলেছে। সত্য হলো, মহিলা আইনজীবী প্রথম ওই মাওলানার ওপর হাত তুলেন এবং পরে ওই মাওলানাও ক্ষিপ্ত হয়ে থাপড় মারে।
তিন তালাক ইস্যুতে আলোচনা করতে গিয়ে আইনজীবী ফারাহ ফাইজ আক্রমণাত্মক কথা বলতে থাকলে মাওলানা এজাজ আরশাদ কাজমী সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করেন। স্বভাবজাত ভাবে ভারতীয় মিডিয়ার নীতি অনুযায়ী সঞ্চালক মাওলানা কাজমীর কথাকে গুরুত্ব না দিয়ে ফারাহ ফাইজকে আলোচনা চালিয়ে যেতে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাওলানা মাওলানা কাজমী চেয়ার থেকে উঠে দাঁড়ান এবং ফারাহ ফাইজের লাগামহীন মন্তব্যের প্রতিবাদ করেন। এর মধ্যে ফারাহ ফাইজ নিজের চেয়ার থেকে উঠে এসে মাওলানা কাজমীর সম্মুখে এসে আক্রমণাত্মক কথাবার্তা চালিয়ে যেতে থাকেন। সরাসরি সম্প্রচার হওয়া অনুষ্ঠানটিতে দেখা যায়, ফারাহ ফাইজ বাকবিতণ্ডা চলা অবস্থায় বার বার মাওলানা কাজমীর মুখের কাছে হাত নিয়ে যাচ্ছিলেন।
তবে এতটুকুতেই থেমে থাকেননি বিতর্কিত এই মুসলিম আইনজীবী। তিনি সরাসরি আক্রমণ করে বসেন মাওলানা কাজমীকে। সরাসরি সম্প্রচার হওয়া শো’এর মধ্যেই একজন আলেমের গালে চড় বসিয়ে দেন এই মহিলা। পরে অবশ্য মাওলানা কাজমীও ফারাহ ফাইজকে চড় মারেন।
বিদিবিএস