9862

ইবিতে অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটিতে বাড়ল দুই সদস্য

ইবিতে অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটিতে বাড়ল দুই সদস্য

2018-07-23 16:02:04

ইসলামী বিশ্ববিদালয়ে (ইবি) নিয়োগ বাণিজ্যের চারটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় তদন্ত কমিটিতে আরো দুই সদস্য বাড়ানো হয়েছে। রোববার (২২ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি এ তদন্ত কমিটিতে আরো দুই জন যোগ করেছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

জানা যায়, গত ১২ জুলাই অনুষ্ঠিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নিয়োগ বোর্ডের প্রার্থী ফারজানা আক্তার ও তার স্বামী মামুনের সাথে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল এবং ইংরেজী বিভাগের অধ্যাপক ড. শাহাদত হোসেন আজাদ এর সাথে চাকরী প্রার্থীর কথপোকথনের অডিও ফাঁস হয়েছে।

এ ঘটনায় গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমানকে আহব্বায়ক করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করে। তার এক সপ্তাহ পর আজকে কমিটিতে আরো দুই সদস্য অন্তর্ভূক্ত করে পুন গঠন করা হয়েছে। আন্তর্ভূক্ত দুই সদস্য হলেন অর্থলীতি বিভাগের প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁঞা ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোদ্দার। এবং কমিটির আন্যান্য সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম এবং ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম। এছাড়াও আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ভিসির কাছে পেশ কারার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক নিয়োগ দেয়ার কথা বলে ওই দুই শিক্ষক চাকুরী প্রার্থীর কাছে থেকে ২০ লক্ষ টাকা নিয়েছে। নিয়োগ কনর্ফাম করতে না পেরে টাকা ফেরত দেন তারা।

এসএম/ ২৩ জুলাই ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]