9947

‘ভেন্যু- কেন্দ্র’ স্থাপন না করতে সতর্কতা জারি মাদ্রাসা বোর্ডের

‘ভেন্যু- কেন্দ্র’ স্থাপন না করতে সতর্কতা জারি মাদ্রাসা বোর্ডের

2018-07-26 17:10:38

জেডিসি, দাখিল ও আলিম পরীক্ষায় বোর্ডের অনুমতি ছাড়া কেন্দ্র কর্তৃপক্ষ ভেন্যু-কেন্দ্র স্থাপনের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করে বলে অভিযোগ রয়েছে মাদ্রাসা বোর্ডের কাছে। এ ধরনের কর্মকাণ্ডের যেন পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সতর্কতা জারি করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৪ জুলাই) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন জেডিসি, দাখিল ও আলিম পরীক্ষায় কোনও কোনও কেন্দ্র কর্তৃপক্ষ বোর্ডের অনুমতি না নিয়ে ভেন্যু কেন্দ্র স্থাপনের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করে, যা ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’ এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে সতর্ক করা হলো। কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কেন্দ্র প্রধানের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মাদ্রাসা বোর্ডের চেয়ার‍ম্যানের নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক এস. এম মোর্শেদ বিপুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সব পরীক্ষায় কোনও কেন্দ্রে ধারণ ক্ষমতার বেশি পরীক্ষার্থী থাকলে, তা জরুরি ভিত্তিতে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

টিআই/ ২৬ জুলাই ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]