ডাউনলোড করুন ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র


Dhaka | Published: 2021-09-12 03:47:55 BdST | Updated: 2024-03-29 15:32:47 BdST

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক, খ, গ, ঘ এবং চ ইউনিটের প্রবেশপত্র বিকেল ৫টা থেকে ডাউনলোড করা যাবে।

যদিও এর আগে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, বিকেল ৩টা থেকে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম চালু হবে। সবগুলো ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম আজ শুরু হলেও প্রতিটি ইউনিটের পরীক্ষা হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে তা বন্ধ হয়ে যাবে।

আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। এরপরে ২ অক্টোবর কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের লিখিত (অঙ্কন) পরীক্ষা, ২১ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত 'গ' ইউনিটের ও ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

//