শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা


Dhaka | Published: 2021-11-23 05:07:17 BdST | Updated: 2024-04-25 03:11:53 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের (‘এ’ ইউনিট) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শেষ হয়েছে। আজ সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে পরীক্ষা গ্রহণ সমাপ্ত হয় কাঙ্ক্ষিত একটি আসন পাবার এ লড়াই।

এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘এ’ ইউনিটের ১০ম শিফটের পরীক্ষা গ্রহণের মাধ্যমে শেষ হয়েছে এবারের ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করছে। সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে পারায় আমাদের ও ভালো লাগছে। এর পেছনে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এবারের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ ও ১০ নভেম্বর ১০ শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ, ১১ নভেম্বর ‘এইচ’ ইউনিটের অধীনে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং ‘জি’ ইউনিটের অধীনে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া ১৪ নভেম্বর ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, ১৫ নভেম্বর ‘এফ’ ইউনিটের অধীনে আইন অনুষদ এবং ‘আই’ ইউনিটের অধীনে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ১৬ নভেম্বর ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ, ‘সি-১ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এবং ১৮ নভেম্বর ‘সি’ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার ১ হাজার ৮৮৯ আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ৩ লাখ ৮ হাজার ২০ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৬৩ জন শিক্ষার্থী।

গত ৯ নভেম্বর জীববিজ্ঞান অনুষদের অন্তর্গত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।