জাবির 'এ' ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৫০ শতাংশ


jun correspondent | Published: 2022-08-04 08:02:21 BdST | Updated: 2024-04-20 09:42:38 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছেন ৫০ শতাংশ শিক্ষার্থী।

বুধবার (৩ আগস্ট) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ju-admission.org) এ ফল প্রকাশ হয় বলে জানান গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার।

 

তিনি বলেন, এবার পরীক্ষায় মোট ৬১ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৩ হাজার ৯২০ জন শিক্ষার্থী পাস করেন, যা মোট অংশগ্রহণকারীর ৫০ শতাংশ। এ ছাড়া ১৩৩টি ওএমআর শিট বাতিল হয়েছে।

‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে মোট ৪৬৬টি আসনের বিপরীতে ৭৬ হাজার ৩০৯ জন ভর্তিচ্ছু আবেদন করেন। সেই হিসেবে আসন প্রতি লড়েছেন ১৬৩ জন। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬১ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী।