ঢাবিতে ভর্তি: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবেদন শুরু


DU Correspondent | Published: 2024-11-16 13:03:26 BdST | Updated: 2024-12-04 02:49:57 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শনিবার (১৬ নভেম্বর) থেকে আবেদন করতে পারছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে আবেদনের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ সাপেক্ষে ১৬ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন।

ভর্তির আবেদনপ্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা। তবে আইবিএর ফি ১ হাজার ৫০০ টাকা। আবেদনের জন্য লিংকে প্রবেশ করতে হবে।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।