দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভালো: স্বাস্থ্যমন্ত্রী


টাইমস প্রতিবেদক | Published: 2020-08-24 20:55:49 BdST | Updated: 2024-04-25 02:21:20 BdST

মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন আনার বিষয়ে সব দেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া যে দেশে ভ্যাকসিন সাশ্রয়ী পাওয়া যাবে সে দেশ থেকেই দ্রুত আনা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেক ভাল। সংক্রমণ ও মৃত্যু অনেকাংশে কমেছে। সুস্থ হওয়ার হারও বাড়ছে। টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে থেকে চিকিৎসা নিয়ে করোনা রোগী ভাল হয়ে যাওয়ায় বর্তমানে হাসপাতালে ৭০ শতাংশ শয্যা খালি পড়ে আছে।

তিনি আরও বলেন, করোনার র‍্যাপিড টেস্ট করার কোন সিদ্ধান্ত নেই। তবে, এখন থেকে করোনার অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে। তবে কোন অ্যান্টিবডি টেস্ট করা হবে না।

জাহিদ মালেক বলেন, মাস্ক ব্যবহার খুবই জরুরী। মাস্ক ব্যবহারের মাধ্যমে সংক্রমণ কমানো সম্ভব। করোনা ছাড়া অন্যান্য রোগীদের চিকিৎসায় চলতি মাসেই, বিভিন্ন হাসপাতাল নন কোভিড হিসেবে নির্ধারণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার ক্ষেত্রে কোন রাজনীতিতে পড়েনি বাংলাদেশ। বিশ্বসাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলা আছে। অনুমোদিত টিকাগুলোর ২০ শতাংশ টিকা নিম্নআয়ের দেশগুলো পাবে। তাছাড়া আন্তঃরাষ্ট্রীয়ভাবেও যোগাযোগ করা হচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত হবে।

এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, যে সংকট চলছে, দুর্যোগ চলছে, এটা চ্যালেঞ্জ। সরকার চমৎকারভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা করছে। সুরক্ষা সামগ্রী যথেষ্ট রয়েছে কিন্তু তৃণমূল পর্যায়ে আরও পৌঁছানো দরকার।

আর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সবাই সবার মতো এগিয়ে আসলে সম্মিলিতভাবে সংকট উত্তরণ সম্ভব।