চার সাংবাদিককে উকিল নোটিশ পাঠিয়েছেন সাদেকা হালিম

সাদেকা হালিমের উকিল নোটিশের তীব্র নিন্দা মুক্তিযুদ্ধ মঞ্চের


ঢাকা | Published: 2021-03-06 05:58:46 BdST | Updated: 2024-04-19 04:34:25 BdST

গবেষণা চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক সাদেকা হালিম এবং আর্থ এ্যান্ড ইনভায়রনমেন্টাল সাইন্স অনুষদের ডীন অধ্যাপক কাউসার আহমেদ কর্তৃক সাংবাদিকদের আইনী নোটিশ পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

দৈনিক দেশ রূপান্তর ও দৈনিক ভোরের পাতা পত্রিকায় ‘সাদেকা হালিমসহ ৩ শিক্ষকের গবেষণার অধিকাংশ নকল’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব, প্রকাশক মাহির খান রাতুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর হাসান এবং ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসান ও সিনিয়র প্রতিবেদক উৎপল দাসের নামে আইনি নোটিশ পাঠিয়ে তাদের কলম থামিয়ে দেওয়ার অপচেষ্টা করায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা জাতির বিবেক। অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক কাউসার সাংবাদিকদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছেন। আমরা তাদের এমন ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের বিরুদ্ধে পাঠানো উকিল নোটিশটি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষার্থে তাদের বিরুদ্ধে উত্থাপিত গবেষণার চৌর্যবৃত্তির অভিযোগটি খতিয়ে দেখতে দ্রুত তদন্ত কমিটি গঠন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে ডীন পদ থেকে অবিলম্বে অপসারণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। অন্যথায় খুব শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় ঘেরাওসহ আরোও কঠোর কর্মসূচী ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।