রাজশাহীতে " বরেন্দ্র যুব সম্মেলন ও সম্মাননা-২০২১" অনুষ্ঠিত


Rajshahi | Published: 2021-09-23 00:17:43 BdST | Updated: 2024-03-28 21:35:39 BdST

"সচেতন যুবদের সম্মিলিত প্রতিরোধক, রবে সকল অতিমারীর গতিরোধ"- শ্লোগানকে সামনে রেখে বরেন্দ্র অঞ্চলের তরুণ সংগঠকদের প্রাণের সংগঠন "বরেন্দ্র অঞ্চল যুব সংগঠন ফোরাম" ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান "বারসিক" এর উদ্যোগে বরেন্দ্র অঞ্চলের প্রায় ৩০ এর অধিক সংগঠনের উদীয়মান তরুণ সংগঠকবৃন্দের সক্রিয় অংশগ্রহণে গত ৭ সেপ্টেম্বর ২০২১ রোজ মঙ্গলবার অনলাইন মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে "বরেন্দ্র যুব সম্মেলন ও সম্মাননা ২০২১"

উক্ত অনুষ্ঠানে বরেন্দ্র অঞ্চলের সুদক্ষ সংগঠক ও সংগঠনকে মানবতার সেবায় অনবদ্য অবদানের জন্য সম্মাননা প্রধানের ঘোষণা করা হয়েছে আজ ২২ সেপ্টেম্বর ২০২১ রোজ বুধবার রাজশাহীর পদ্মাগার্ডেন ফুডকোর্ট কনভেনশন সেন্টারে "যুব সম্মাননা প্রদান" অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক সেকেন্দার আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারসিক এর পরিচালক এ বি এম শহীদুল আলম। এছাড়াও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত ও প্রোগ্রামের কনভেনর জামিল এর উদ্ভোদনী বক্ত্যবের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেয়া হয় সেরা সংগঠন এবং সেরা সংগঠকদের, পাশাপাশি তারা তাদের অনুভূতির ও প্রকাশ করেন।

এবারের সম্মেলনে বিশেষ সম্মাননা পায় রোটারাক্ট ক্লাব অফ রাজশাহী, ভয়েজ অফ ইয়ুথ, স্বপ্নপূরণ ফাউন্ডেশন, বিলনেপালপাড়া তরুণ স্বপ্নযাত্রা ও এসজিএপি। শ্রেষ্ঠ যুব সংগঠন হিসাবে পুরষ্কার পেয়েছে সূর্যকিরণ ফাউন্ডেশন। শ্রেষ্ঠ যুব হয়েছেন স্বপ্নচারী উন্নয়ন সংগঠন এর রুবেল হোসেন মিন্টু ও সামাজিক কল্যাণ সংস্থা এর সম্রাট রায়হান। শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে সম্মাননা পেয়েছেন নবজাগরণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি মোঃ খালিদ হাসান। শ্রেষ্ঠ যুব সংগঠক নারী হিসেবে নির্বাচিত হন আদিবাসী ছাত্র পরিষদের সাবিত্রী হেমব্রম। এছাড়াও শ্রেষ্ঠ সংগঠন উদ্যোগ এর সম্মাননা পেয়েছে হেলপ পিপল রাজশাহী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সেকেন্দার আলী বলেন, 'তোমরা তরুণ রা যেসব কাজ করে যাচ্ছ, তা খুবই প্রশংসার যোগ্য, তোমাদের যেকোন প্রয়োজনে আমাদের পাশে পাবে"।

অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বারসিক এর পরিচালক এবিএম শহিদুল ইসলাম বলেন, "তোমাদের কাজের মাধ্যমেই তোমরা সম্মাননা পাচ্ছো, আমরা তোমাদের পাশে থাকতে পেরে আনন্দিত"।

সবশেষে অনুষ্ঠানে আহবায়ক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।

//