হাফ পাসের দাবিতে চট্টগ্রামেও শিক্ষার্থীদের বিক্ষোভ


Dhaka | Published: 2021-11-24 03:31:47 BdST | Updated: 2024-03-29 19:21:13 BdST

গণপরিবহনে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ২ নম্বর গেইটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে অবশ্যই হাফ ভাড়া নিতে হবে এবং বিভিন্ন শিক্ষার্থীদের সাথে হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি বিভিন্ন সময় গাড়িগুলোতে যে যৌন নির্যাতনের ঘটনা ঘটে সেগুলো বন্ধ করতে হবে। গাড়িতে হাফ ভাড়া বাস্তবায়ন ও যৌন হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলন করা হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর জিইসির মোড়ে এসে শেষ হয়।

//