জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের মরদেহে মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধাঞ্জলি


Dhaka | Published: 2021-12-02 05:04:17 BdST | Updated: 2024-04-24 19:38:22 BdST

আজ ১লা ডিসেম্বর বুধবার দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, সহ-সভাপতি নুর আলম সরদার, রোমান হোসাইন, এম আমিনুল শিকদার, সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন স্বাধীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাব্বী হাসান শাওনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে জাতি একজন অভিভাবক কে হারালো। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। মানুষ বাঁচে তাঁর কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। দক্ষ মানবসম্পদ তৈরী এবং দেশ ও জাতি গঠনে অধ্যাপক ড. রফিকুল ইসলামের অসামান্য অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে তাঁর কর্ম পরিকল্পনা ও বাস্তবায়ন অত্যন্ত প্রশংসনীয়।"