এ বছরই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ: দীপু মনি


স্টাফ করেসপন্ডেন্ট | Published: 2023-01-21 20:48:26 BdST | Updated: 2024-03-29 13:17:40 BdST

চলতি বছর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২০ জানুয়ারী) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আয়োজিত ‘টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আয়োজিত ‘টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক ইন্টারন্যাশনাল কনফারেন্সের ২য় দিনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।

এসময় তিনি দেশের অর্থনীতি ও আর্থ সামাজিক সেক্টরে টেক্সটাইল সেক্টরের ইতিবাচক দিকের কথা তুলে ধরে দেশের উচ্চশিক্ষা ও গবেষণাকে শক্তিশালী করে এর ব্যাবহারিক প্রয়োগের দিকে গুরুত্বারোপ করেন।

ডা. দীপু মনি বলেন, দক্ষ, যোগ্য গ্রাজুয়েট তৈরিতে উচ্চশিক্ষা ও গবেষণার গুরুত্ব অপরিসীম। সফটস্কিল, উপস্থাপনা, সূক্ষ্ম চিন্তাশক্তি, প্রশ্ন করার মানসিকতা, সমস্যা চিহ্নিত ও সমাধান করার যোগ্যতা,দলগত কাজ করার প্রয়াসের দিকে আমাদের নজর দিতে হবে।

এসময় তিনি উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা তুলে দেবার বিষয়েও কথা বলেন। কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে জানিয়ে তিনি বলেন, মেধাবী ছাত্র মানেই ভালো শিক্ষক হবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এই বছর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ সময় ‍তিনি একাডেমিক মাস্টার প্লান নেওয়ার আহবানও জানান।

কনফারেনে্স টেক্সটাইলে সর্বাধুনিক ও সাস্টেইনেবল প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা ফাইবার সাইন্স, ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন, গ্রিন কেমিস্ট্রি, টেকনিক্যাল টেক্সটাইল, ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল, ইন্ডাস্ট্রি ৪.০ টেক্সটাইল, স্মার্ট টেক্সটাইল, ন্যানোটেকনোলজি ইন টেক্সটাইল, টেক্সটাইল অ্যান্ড এপারেল সাপ্লাই চেইন, এডভান্স অ্যান্ড ইমারজিং টেকনোলজি, সাস্টেইনঅ্যাবিলিটি অ্যান্ড সারকুলারিটি ইন টেক্সটাইলসহ বিশেষ বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়ার সুযোগ পান।

//