অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা হিসেবে থাকছেন দুই সমন্বয়ক আসিফ ও নাহিদ


Desk report | Published: 2024-08-08 19:19:30 BdST | Updated: 2024-09-07 18:02:27 BdST

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবদ ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে।

এতে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি) ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি)। এরা দুইজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এরমধ্যে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহবায়ক এবং নাহিদ সদস্য সচিব।

ঢাবির ডাকসু ভবনের সামনে ২০২৩ সালের ৪ অক্টোবর সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে এ ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।