
থানা জানো বাকেরগঞ্জ চ্যাপ্টার-এর আয়োজন ২১ জানুয়ারি ২০২৫, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থী এবং ৭জন স্থানীয় ভালান্টিয়ার অংশ গ্রহণ করেন। আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ সরকারি অফিসসমূহ যেমন: উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিষদ, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় এবং থানা পরিদর্শনে নিয়ে যাওয়া হয়। এই সময় শিক্ষার্থীরা অফিসসমূহের কার্যক্রম এবং সেবা সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি দ্বায়িত্বরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং আলোচনায় অংশগ্রহণ করে। আয়োজনের শেষ অংশে অংশগ্রহণকারী এবং ভলান্টিয়াররা জুলাই বিপ্লবের শহীদ মো রবিউল ইসলাম ফরাজীর বাবা আব্দুল লতিফ ফরাজী এবং শহীদ মোঃ আব্দুল ওয়াদুদ আকন এর চাচার হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করে।
জুলাই বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমে তরুণদের যুক্ত করার মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্দেশ্যে কাজ করছে। "থানা জানো" উপজেলা পর্যায়ে সরকারি অফিস সমূহ পরিদর্শনের মাধ্যমে তাদের সেবা ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে তরুণদেরকে সচেতন করে থাকে। গত ১৫ ডিসেম্বর ২০২৪ "থানা জানো নাঙ্গলকোট চ্যাপ্টার" এর মাধ্যমে এর যাত্রা শুরু যেখানে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের শহীদ সাইয়েদ মুনতাসির রহমানের বাবা গাজী ফজলুর রহমান। "বাকেরগঞ্জ চ্যাপ্টার" এর তৃতীয় পর্ব। সকল অংশগ্রহণকারী, ভালান্টিয়ার এবং সরকারি অফিসসমূহের দ্বায়িত্বরত কর্মকর্তাসহ যারা এই আয়োজন সফল করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
"থানা জানো” তরুণদের সাথে স্থানীয় সরকারের সম্পর্ক শক্তিশালী করার জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, শক্তিশালী এবং জনবান্ধব স্থানীয় সরকারই কার্যকর সেবা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।
নুরুল কাউছার রাকিব,