
গত ৯ মাসে সাম্যসহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলার ঘটনার মধ্যে ২৮টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে শনাক্ত করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় যে, গত ৯ মাসে সাম্যসহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলায় নিহত হয়েছে দুজন।
বাংলাফ্যাক্ট আরও জানায়, গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলার ঘটনায় সাম্যসহ নিহত হন দুজন। আহত হন অন্তত ৮৭ জন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গত মঙ্গলবার দিবাগত রাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং জুলাই-যোদ্ধা শাহরিয়ার আলম সাম্য।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ঘেরাওয়ের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আবুল কাসেম নামের এক যুবক নিহত হন। ৩৮ টি হামলার ঘটনার মধ্যে ২৮টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।