অপহরণ-ধর্ষণ মামলায় কারাগারে কণ্ঠশিল্পী নোবেল


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-20 17:43:01 BdST | Updated: 2025-06-13 13:08:22 BdST

অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে নোবেলকে আদালতে হাজির করে পুলিশ। ডেমরা থানা পুলিশ নোবেলকে কারাগারে রাখার আবেদন জানায়। অন্যদিকে, তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ৯৯৯ পাওয়া অভিযোগে রাজধানীর ডেমরার একটি বাসা থেকে নোবেলকে আটক করে পুলিশ। ইডেন কলেজের ঐ শিক্ষার্থী অভিযোগ করেন, ৭ মাস ধরে তাঁকে বাড়িটিতে আটকে রেখে ধর্ষণ করে আসছিলেন নোবেল। 

শুনানিতে নোবেলের আইনজীবী জানান, মামলার বাদী নোবেলের স্ত্রী। তাঁকে ৪ মাসের অন্ত:সত্তা উল্লেখ করে আদালতের কাছে যে কোনো শর্তে জামিন চায় নোবেল। তবে বিবাহের প্রমাণ দেখাতে পারেননি আইনজীবী।