৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে অবশেষে নিয়োগ


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-20 19:46:41 BdST | Updated: 2025-06-13 13:07:31 BdST

৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের মধ্যে অবশেষে ১৬২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, নিয়োগ পাওয়া প্রার্থীদের আগামী ১ জুন নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগ দিতে হবে। নির্ধারিত তারিখে কেউ যোগ না দিলে তাকে চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে ধরে নিয়ে নিয়োগপত্র বাতিল করা হবে।

এর আগে, গত বছরের ১৫ অক্টোবরের এক প্রজ্ঞাপনে ৪৩তম বিসিএসের বিভিন্ন ক্যাডার থেকে ৯৯ জনকে বাদ দেওয়া হয়। পরে ৩০ ডিসেম্বর আরেকটি প্রজ্ঞাপনে বাদ পড়েন আরও ১৬৮ জন। সব মিলিয়ে ওই বিসিএস থেকে বাদ পড়েন ২৬৭ জন। তবে স্বাস্থ্য পরীক্ষায় অংশ না নেওয়া ৪০ জনকে বিবেচনায় আনা হয়নি।

বাদ পড়াদের মধ্যে ২২৭ জনকে নিয়োগের অযোগ্য ঘোষণা করা হয় গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে। এদের মধ্যে যাঁরা পুনর্বিবেচনার আবেদন করেন, তাঁদের আবেদন পর্যালোচনা করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে বাদ পড়াদের মধ্যে ১৭১ জনকে নিয়োগের সুপারিশ করে ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়। এর মধ্য থেকে ১৬২ জনকে নিয়োগ দেওয়া হলো। তবে এখনো বঞ্চিত রইলেন ৬৫ জন প্রার্থী।