আগে স্থানীয় সরকার নির্বাচন ও কমিশন পুনর্গঠন: নাহিদ


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-20 22:36:03 BdST | Updated: 2025-06-13 14:10:22 BdST

আগে স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে আশ্বস্ত করলেও তার আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এজন্য অবশ্যই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দলের পক্ষ থেকে জানানো হয়, এসব দাবিতে বুধবার সকাল ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কখনো জাতীয় নির্বাচনের বিরোধিতা করিনি। প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় নির্ধারণ করেছেন, আমরা তা সমর্থন করি। তবে তার আগে বিচার ও সংস্কার প্রয়োজন। আমরা জাতীয় নির্বাচনকে গণপরিষদ নির্বাচনের রূপ দেওয়ার দাবি জানিয়েছি।’

তিনি বলেন, ‘এখন নাগরিকরা সেবা পাচ্ছেন না, অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছেন—এসব পরিস্থিতি সংকট তৈরি করছে। এ সংকট থেকে বের হতে হলে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এর মাধ্যমেই জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে সরকার, প্রশাসন ও ইসির সক্ষমতাও প্রমাণ হবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ নির্বাচন ঘিরে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। এতে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকা দায়ী। ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস মামলায় বিবাদী হয়েও কমিশন প্রতিদ্বন্দ্বিতা করেনি। ফলে একতরফা রায় এসেছে। এরপরও তারা উচ্চ আদালতে প্রতিকার না চেয়ে মামলার বাদীকে সুবিধা দিয়েছে বলেই প্রতীয়মান হয়।’

তিনি বলেন, ‘রায় ঘোষণার পর আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই রাতারাতি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকা স্পষ্ট হয়েছে।’

আখতার হোসেন আরও বলেন, ‘সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠিত হওয়ায় বর্তমান কমিশনের কার্যক্রমে সেই প্রস্তাবের প্রতিফলন ঘটবে না। ফলে এই কমিশনের ওপর আস্থা রাখা সম্ভব নয়।’

তিনি অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি।