রাজধানীতে বিএনপি কর্মীকে কোপানোর ভিডিও ভাইরাল, থানায় মামলা


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-20 23:23:40 BdST | Updated: 2025-06-13 12:58:39 BdST

রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলিতে এক তরুণকে প্রকাশ্যে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার রাতে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম সাইফ হোসেন মুন্না। তিনি কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী। এ ঘটনায় সোমবার রাতে নিউমার্কেট থানায় একটি মামলা হয়েছে। আহত মুন্নার বোন জামিলা কবির লাবনী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জনবহুল সড়কে গাড়ি চলছে, পথচারারীরাও হাঁটছেন, এমন একটি সড়কে ধারালো অস্ত্র হাতে তিনজন মিলে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কোপাচ্ছেন। কোপানোর পর এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে রোববার রাতে মুন্নাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় এমসি শুভ, মামুন, রানা, শামীম ও মোবারকের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে। মামলায় পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ করেছেন বাদী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মাহফুজুল হক বলেন, মুন্নার ওপর হামলার ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল রোডে। মুন্না বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সবসময় স্থানীয় বিএনপি নেতা মাইনুল হোসেনের সঙ্গেই থাকেন। ঘটনা তদন্ত করছি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।