গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক


গাজীপুর প্রতিনিধি | Published: 2025-05-21 13:08:54 BdST | Updated: 2025-06-14 07:02:12 BdST

গাজীপুরের শ্রীপুরের আবদার এলাকায় একটি বাড়ি থেকে আকলিমা আক্তার নামের এক নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী আদনান ইসলাম পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়েছেন।

আজ বুধবার সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক।

নিহত আকলিমা আক্তার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ইমুরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী। আদনান ইসলাম মুক্তাগাছা মন্ডলসেন গ্রামের এশার আলীর ছেলে। তিনি স্ত্রী আকলিমাকে নিয়ে শ্রীপুরের আবদার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিহত আকলিমার ঘর থেকে তার শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। পরে বাড়ির অন্য ভাড়াটিয়া দরজা খোলা দেখতে পেয়ে বাইরে থেকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় ডাকাডাকি করার পরও আকলিমার কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিক জয়নাল আবেদীনকে জানান। পরে তিনি এসে দরজা খুলে ঘরের মেঝেতে আকলিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক জানান, নিহত নারীর কপালসহ মুখ মন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রীর হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর স্বামী আদনান ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।