অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-21 17:45:54 BdST | Updated: 2025-06-14 08:22:20 BdST

অটো পাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ র ওপর হামলার ঘটনা ঘটেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে গাড়ি থেকে নামার সময়ই স্নাতক (পাস) ২০২২ সালের পরীক্ষার্থীদের একদল হঠাৎ তাকে ঘিরে ফেলে। তারা অটোপাসের দাবিতে স্লোগান দিতে থাকে।

এ সময় বিক্ষোভকারীদের ভেতরে লুকিয়ে থাকা কিছু দুষ্কৃতকারী হঠাৎ উপাচার্যকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এসব দুষ্কৃতকারী ছাত্র পরিচয়ে সেখানে অবস্থান করছিল। হামলার সময় ধস্তাধস্তিতে উপাচার্য কিছুটা আহত হন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই স্নাতক (পাস) কোর্সের পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে এর আগেও একাধিকবার ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরু থেকেই অটোপাস না দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে ছিল। ফলে নিয়মিতভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তাতে ৬৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

করোনা মহামারী ও রাজনৈতিক অস্থিরতার বিষয়টি বিবেচনায় নিয়ে এই ব্যাচের শিক্ষার্থীদের অতিরিক্ত গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে। এমনকি খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফলাফল প্রকাশের প্রক্রিয়া চলমান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন মহলের উসকানিতে কিছু অকৃতকার্য শিক্ষার্থী পুনরায় অটোপাসের দাবিতে মাঠে নেমেছে। আর তারই ধারাবাহিকতায় আজকের এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলাকারীদের শনাক্ত করে স্থানীয় গাছা থানায় মামলা করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে যেকোনো ব্যাচের ক্ষেত্রেই অটোপাসের দাবি মানা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।