রাজপথ ছাড়ার প্রশ্নই ওঠে না: ইশরাক হোসেন


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-05-21 21:10:20 BdST | Updated: 2025-06-14 07:51:15 BdST

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণে বাধা দেওয়ার অভিযোগে তাঁর সমর্থকেরা রাজধানীর রাজপথে বিক্ষোভ করছেন। বুধবার (২১ মে) সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন, কাকরাইল, হাইকোর্ট এলাকা ও নগর ভবনের আশপাশে অবস্থান নিয়ে তাঁরা গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। বৃষ্টির মাঝেও আন্দোলন থামেনি।

বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বার্তায় ইশরাক হোসেন বলেন, “যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।” তাঁর এই বার্তা আন্দোলনে অংশ নেওয়া নেতা-কর্মীদের আরও চাঙা করে তোলে।

বিক্ষোভকারীরা জানান, তাঁরা ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বাধা দেওয়ার প্রতিবাদে এবং তাঁর উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন। তাঁদের দাবি, “শুধু শপথই নয়, উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তাঁকে অবিলম্বে সরে যেতে হবে।”

আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) ফের একই স্থানে সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এ তথ্য জানান বিএনপি মনোনীত ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম টিপু। তিনি বলেন, “আগামীকালও নগর ভবন, হাইকোর্ট এলাকা, মৎস্য ভবন ও কাকরাইলে আন্দোলন চলবে।”

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার থেকেই এই আন্দোলন চলছে। আন্দোলনকারীরা হুমকি দিয়েছেন, তাঁদের দাবি মানা না হলে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।