টানটান উত্তেজনায় শেষ বুটেক্সসাসের ফুটবল টুর্নামেন্ট


বুটেক্স প্রতিনিধি | Published: 2025-05-26 22:09:12 BdST | Updated: 2025-06-13 13:53:53 BdST

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস) আয়োজিত প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ঢাকার তেজগাঁওয়ের ‘টার্ফ নেশন’-এ। রোববার (২৫ মে) রাত ১১টা ৩০ মিনিটে ম্যাচের উদ্বোধন হয়।

টুর্নামেন্টে অংশ নেয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির নেতৃত্বাধীন ২৪ সদস্যের তিনটি দল। জমজমাট এই প্রতিযোগিতায় সভাপতি মো. রফিকুল ইসলামের দল ২-০ গোলে জয়ী হয়। রানার্সআপ হয় সাধারণ সম্পাদক মো. তাওসিক জারিফ সিয়ামের দল।

আয়োজন নিয়ে সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘সদস্যদের দক্ষতা ও বন্ধন বাড়াতে আমরা লেখালেখির বাইরেও খেলাধুলায় মনোযোগ দিচ্ছি। এই টুর্নামেন্ট ছিল সেই প্রচেষ্টারই অংশ। এটি পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা আরও জোরদার করবে।’

সাধারণ সম্পাদক সিয়াম বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকরা বছরজুড়ে নিঃস্বার্থভাবে কাজ করে। এই আয়োজন তাদের মানসিক প্রশান্তি ও উৎসাহ দিতেই। ভবিষ্যতে আরও এমন আয়োজনে আমরা সক্রিয় থাকব।’

দপ্তর সম্পাদক ইকবাল হাসান মাহমুদ সাজিদ বলেন, ‘প্রথমবারেই আমরা ভালো একটা আয়োজন করেছি। খেলায় হার-জিত থাকবেই। তবে এমন আয়োজন একাডেমিক চাপ থেকে কিছুটা স্বস্তি এনে দেয়।’

উল্লেখ্য, এর আগে বুটেক্সসাস একটি ডার্ট টুর্নামেন্টের আয়োজন করেছিল। ধারাবাহিকভাবে সংগঠনটি সাংবাদিকতার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও ক্রীড়া বিকাশে কাজ করে যাচ্ছে।