সরকার ব্যাংক খাতের ওপর বেশি নির্ভরশীল: আমীর খসরু


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-06-04 14:12:55 BdST | Updated: 2025-07-10 04:15:37 BdST

২০২৫-২৬ অর্থবছরের জিডিপি যা ধরা হয়েছে, তা বিগত সরকারের আদলেই অবাস্তব ও কাগজনির্ভর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, সরকার ব্যাংক খাতের ওপর বেশি নির্ভরশীল। 

আজ বুধবার সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

বাজেটে দরিদ্রতার লাগাম আরও টেনে ধরা যেত উল্লেখ করে আন্তবর্তী সরকারের ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রয়োজন ছিল বলেও জানান তিনি।

আমীর খসরু বলেন, ‘সরকার ব্যাংক খাতের ওপর বেশি নির্ভরশীল। রাজস্ব আদায়ের নতুন পথ খুলতে হবে। অদক্ষ উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই বাজেটে।’

এসময়, নির্বাচন পরবর্তী ১৮০ দিনের কর্মপরিকল্পনার আংশিক পরিকল্পনা তুলে ধরেন তিনি।