
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মো. রিয়ান (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। রোববার বিকেলে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রিয়ান মাদারীপুর জেলার ডাঁসা এলাকার হায়দার আলীর ছেলে। সে একটি কওমি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিল। আহত দুজন তার বন্ধু।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, রিয়ান দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল। ঢাকা থেকে বরিশালগামী আইকন পরিবহনের একটি বাসের সঙ্গে ঘটনাস্থলে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় রিয়ান। আহত দুজনের মধ্যে এক বন্ধুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।