পরিচ্ছন্নতা কার্যক্রম ঈদের তৃতীয় দিনও চলবে: আসিফ মাহমুদ


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-06-09 11:05:08 BdST | Updated: 2025-06-13 13:56:09 BdST

ঈদের তৃতীয় দিন অর্থাৎ আজ সোমবারও কোরবানি করা পশুর বর্জ্য অপসারণে কাজ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন।

পোস্টে উপদেষ্টা লিখেছেন, ঈদের দিনসহ পরবর্তী দুই দিন অর্থাৎ মোট তিন দিন ধরে কোরবানি হয়ে থাকে—এই বিষয়টি সবাই অবগত। ঈদের দ্বিতীয় দিনে যে বর্জ্য নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে, সেটি দ্বিতীয় দিনের কোরবানিকৃত পশুর বর্জ্য।

আসিফ মাহমুদ বলেন, অনেকেই সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি না করলেও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম ঈদের তৃতীয় দিনেও চলমান থাকবে।