
ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) না থাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শনে শেষে সাংবাদিকদের এই কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে তাঁকে (আবদুল হামিদ) গ্রেপ্তার করা হবে।
এরআগে, চিকিৎসা শেষে রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।
ঢাকা বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আরও জানা গেছে, রাত দেড়টার দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে রাত ৩টার দিকে কিশোরগঞ্জে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
গত ৮ মে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওইদিন দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এসময় আবদুল হামিদের সঙ্গে ছিলেন তাঁর ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এ এম নওশাদ।