২৪ ঘণ্টায় কক্সবাজারে সমুদ্র উপকূল থেকে ৬ মরদেহ উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি | Published: 2025-06-09 21:29:26 BdST | Updated: 2025-06-13 13:41:55 BdST

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের সমুদ্র উপকূল থেকে ছয় মরদেহ উদ্ধার হয়েছে। এরমধ্যে এখনও দুই মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। নিহতদের মধ্যে একই পরিবারের দুজন সদস্য রয়েছে। সম্পর্কে তারা পিতা-পুত্র বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, সদর থানা এলাকার মধ্যে পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে। সেখানে তিনজন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা।

ওসি ইলিয়াস খান বলেন, ‘তিন পর্যটকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয় রোববার দিবাগত রাত ১টার দিকে সৈকতের ডায়াবেটিস পয়েন্টে। তিনি চট্টগ্রামের ডিসি রোড এলাকার নজির আহমদের ছেলে মো. রাজিব। রাজিব বিকেল ৫ টার দিকে সিগাল পয়েন্টে গোসলে নেমে ভেসে যায়।’

আজ সোমবার দুপুর ২টার দিকে অন্য দুই পর্যটক বাবা-ছেলে একসাথে গোসলে নেমে ভেসে যায়। পরে সৈকতের সায়মন পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়। লাইফগার্ড কর্মীরা উদ্ধারের পর রাজশাহীর শাহীনুর রহমান ও তাঁর ছেলে সিফাতকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।

এর আগে সোমবার সকালে সাগরের নাজিরারটেক পয়েন্ট থেকে উদ্ধার হয় কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার নুরু সওদাগর এর মরদেহ। তিনি রোববার বিকেলে শখের বশে মাছ ধরে গিয়ে সৈকতের শৈবাল পয়েন্ট থেকে ভেসে যায়। পরে বেলা ১২টার দিকে খুরুশকুলের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকা বাঁকখালীর মোহনা থেকে উদ্ধার হয় আরো একটি অজ্ঞাত গলিত মরদেহ। যার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে রামু থানার ওসি মু. তৈয়বুর রহমান জানান, সমুদ্র সৈকতের হিমছড়ির পেঁচারদ্বীপ এলাকায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একটি মরদেহ উদ্ধার হয়। যার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনও।