ঈদের ছুটিতে গ্রামের পুকুরে সাঁতার শিখতে গিয়ে বাবা-মেয়ের মৃত্যু


মৌলভীবাজার প্রতিনিধি | Published: 2025-06-09 21:51:19 BdST | Updated: 2025-06-13 12:45:19 BdST

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু (৬০) ও তার কলেজপড়ুয়া মেয়ে হালিমা আক্তার পানিতে ডুবে মারা গেছেন। আজ সোমবার বিকেলে ৪টার দিকে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।‌

জায়ফরনগর ইউপি সদস্য আজাদ মিয়া গণমাধ্যমকে জানান, নিহত বাবুল সপরিবার ঢাকায় বসবাস করতেন। ঈদ উদযাপন করতে স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি বাড়িতে যান। সোমবার বিকেলে মেয়ে হালিমাকে সাঁতার শেখাতে বাবা-মেয়ে দুজন বাড়ির পাশের পুকুরে নামেন। একপর্যায়ে মেয়ে হালিমা পুকুরের পানিতে তলিয়ে যায়। মেয়েকে উদ্ধারে বাবাও পানিতে ডুব দেন। এরপর বাবা-মেয়ে দুজনই পানিতে নিখোঁজ হয়ে যান। বাড়ির মানুষের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করে আধাঘণ্টা পর বাবা এবং ১ ঘণ্টা পর মেয়ের নিথর দেহ পানি থেকে উদ্ধার করে।

উদ্ধারের পর কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত হালিমা ঢাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করে জুড়ি থানার ওসি (তদন্ত) জহিরুল হক বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।’