
চুয়াডাঙ্গায় ট্রেনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ হুসাইন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে সোমবার দুপুরের দিকে চলন্ত একটি ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মোহাম্মদ হুসাইন। তিনি জেলার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে এক কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা-মোমিনপুর স্টেশনের মাঝামাঝি স্থানে মাঠের মধ্যে চলন্ত একটি ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মোহাম্মদ হুসাইন। এলাকার লোকজন দেখতে পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হুসাইনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হুসাইনকে রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের জিআরপি ইনচার্জ জগদিশ চন্দ্র বসু জানান, মহানন্দা ট্রেনের ছাদে ছিলেন হুসাইন। ট্রেনটি পোড়াদহের দিক থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিল। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।