
নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) ও বাবুল মিয়ার ছেলে অপু (২০)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী শহরে যান। খেলার সামগ্রী কেনার পর বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে বান্ধারদিয়া পেট্রোল পাম্পের নিকট পৌঁছালে সামনে থেকে আসা একটি বাস তাদের মোটরবাইককে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই গুরতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে অপুও মারা যায়। দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়ি একই গ্রামে।
সাইফুল, আশিকের বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করতেন। তারা খেলার সামগ্রী আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান।
শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তিনজনকে শিবপুর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম জানান, সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যায়। তিনজনের মরদেহ থানায় রয়েছে। তাদের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।