
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফিরে আসার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আমরা আমাদের জায়গা থেকে এটাই বলব—অন্তর্বর্তী সরকার অভ্যুত্থান-পরবর্তী সরকার, অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার। যারা এত দিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের যারা এমন দোসর ছিল, যারা তাদের ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে- তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়ায় যেন হয়।’
গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকের তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমরা এ বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং কী পদক্ষেপ নিচ্ছেন তারা- আমরা এ বিষয়টি অবজার্ভ করছি। আমরা বিশ্বাস করি, তারা অন্তত এসব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সব সময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন।’
নির্বাচনের বিষয়ে সারজিস বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি নির্বাচনের সময়ে ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার-পেশীশক্তির ব্যবহার করা হয়।’
অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এ নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং একটি ফিল্ড দেখতে চাই- উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘যেখানে ছোট দল হোক, বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচনে একদম সক্রিয় এবং সয়ংসম্পূর্ণভাবে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারবে।’
সরকারকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, ‘নির্বাচনে কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয় এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনি এলাকায় দেখেছি- যেমন, ভোটকেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এ টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশে কোনো নির্বাচনে না দেখি। এ অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ নির্বাচনকালে যেন পেশাদারিত্বের পরিচয় দেওয় সেটা নিশ্চিত করতে হবে।’