
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা লাবিব শেখ (১২) ও রাকিব শেখ (২২) নামের আরও দুজন গুরতর আহত হয়েছে। উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকের মাঠ এলাকায় গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। নিহত ফয়সাল শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে। এছাড়া আহত দুইজন লাবিব ও রাকিব টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের চাঁন মিয়া শেখ ও মৃত খোকন শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, নিহত ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে তার মামাবাড়ি বেড়াতে এসেছিল। পরে সোমবার রাত সাড়ে ১২টায় দুই মামাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে চড়ে গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিল। তারা মল্লিকের মাঠ এলাকায় মহাসড়কে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
ওসি আরও বলেন, প্রাইভেট কারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর পূর্বেই পালিয়ে যায়। আর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কার থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।