রাজধানীর পল্লবীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-06-10 15:50:09 BdST | Updated: 2025-06-13 12:42:13 BdST

রাজধানীর পল্লবীতে রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, সকালে খবর আসে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্পে একটি রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল করা হয়। নিহত যুবক শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল। পা ছিল গামছায় বাধা। গলা ছিল কাটা ও রক্তাক্ত। ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি বলেন, নিহত পেপার সানির বিরুদ্ধেও পল্লবী থানায় মাদকসহ ৫টি মামলা রয়েছে। মাদক নিয়ে দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত সানি অটোরিক্সা চালাতেন। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা গত রমজান মাসেও তার ওপর হামলা চালিয়েছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আজকে সানিকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে।

পরিবারের অভিযোগ, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দাসহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।