৩০ জুনের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা: রাকসু ইসি


রাবি প্রতিনিধি | Published: 2025-06-18 22:41:39 BdST | Updated: 2025-07-10 03:40:20 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কবে হবে—এ প্রশ্নে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চললেও এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যেই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আজ বুধবার (১৮ জুন) দুপুরে রাকসু ট্রেজারারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের বৈঠক। বৈঠক শেষে বিকেল ৪টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ।

তিনি বলেন, “রাকসু নির্বাচন কমিশন আগামী ৩০ জুনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারবে বলে আশা করছি। আমাদের কার্যক্রম চলমান রয়েছে; খুব শিগগিরই আমরা ভালো খবর দিতে পারবো।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়ার পরেও রাকসু তফসিল ঘোষণা না হওয়ায় প্রশ্ন তুললে তিনি বলেন, “আমরা আমাদের নিজস্ব গতিতে এগোচ্ছি। ঢাকা বা জাহাঙ্গীরনগরের অভিজ্ঞতা থেকে নয়; বরং এমনভাবে কাজ করতে চাই যেন ভবিষ্যতে অন্য বিশ্ববিদ্যালয়গুলো রাকসুর অভিজ্ঞতা গ্রহণ করতে পারে।”

নির্বাচনপূর্ব প্রক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, “নির্বাচনের আগে যেসব প্রস্তুতি প্রয়োজন, সেগুলোর কাজ ঈদের আগেই শুরু করেছি। প্রভোস্টদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী ২২ ও ২৩ জুন সক্রিয় ছাত্র সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপসহ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা রাকসু পুনরায় সক্রিয় করার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময় আন্দোলন হয়ে আসছে। এবারের উদ্যোগ নিয়ে ছাত্রসমাজে রয়েছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা।