
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া গ্রামের শাহাজাহান আলীর ছেলে মুশফিকুর রহমান ও আশরাফুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলে করে ওই তিনজন বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি পালানোর চেষ্টা করে, তবে পরে সেটি জব্দ করা সম্ভব হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’