সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর এনআইডি স্থগিত


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-06-19 21:12:15 BdST | Updated: 2025-07-12 06:12:24 BdST

দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

এএসএম হুমায়ুন কবীর বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠির প্রেক্ষিতে তার (টুকু) এনআইডি স্থগিত করা হয়েছে। এটি একটি রুটিন কাজ।’

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হন টুকু। মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। টুকু বর্তমানে কারাগারে আছেন।

এর আগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত করে নির্বাচন কমিশন। এছাড়াও সাবেক এনআইডি ডিজি সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন ও তার স্ত্রীর জাতীয় পরিচয়পত্রও স্থগিত হয়েছে।

ইসি জানায়, এনআইডি স্থগিত থাকলে বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত থাকেন সংশ্লিষ্টরা।