
রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে সব দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা জানান।
আলী রীয়াজ জানান, অধিকাংশ দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়েও একমত। তিনি বলেন, ‘যেহেতু এর সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টা আছে, সেহেতু আজকের আলোচনায় দুই কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের বিষয়ে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন। এবং সেটা যে ১০০ সদস্য বিশিষ্ট হবে সে বিষয়েও তারা একমত দিয়েছেন।’
এছাড়া বৈঠক শুরুতে ড. আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সংস্কার বিষয়ে সংলাপ চলমান থাকবে। এরই ধারাবাহিকতায় রোববারও হবে আলোচনা।
এদিকে সংলাপ শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, সংসদে উচ্চ ও নিম্নকক্ষের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে বিএনপি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যাদের চিন্তাধারা, যাদের কন্ট্রিবিউশন জাতি গঠনে সমৃদ্ধ করবে বা যাদের কন্ট্রিবিউশন থাকা উচিত, তাদেরকে এখানে (উচ্চ কক্ষ) প্রতিনিধিত্ব আকারে অ্যাকোমোডেট করার জন্যে আমরা এটি বিবেচনা করেছিলাম। এবং আমরা সরাসরি ভোটের কথাও কিন্তু এই পার্লামেন্ট গঠনের ক্ষেত্রে, আপার হাউজের জন্য বলি নাই। সর্বাধিক বিবেচনায় আমরা মনে করি, পিআর পদ্ধতিটা এখানে সঠিক হবে না।’