পিরোজপুরে কয়লাবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ


পিরোজপুর প্রতিনিধি | Published: 2025-06-20 13:31:52 BdST | Updated: 2025-07-10 03:57:21 BdST

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লাবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে। এতে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ দুর্ঘটনায় ট্রাকে থাকা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে খালের ওপর নির্মিত সেতু ভেঙে পড়ে।

জানা যায়, ভোররাতে প্রায় ২৭টন কয়লাবোঝাই একটি ট্রাক পারাপারের সময় স্টিলের ব্রিজটি ভেঙে যায়। এতে ওই সড়ক ব্যবহাকারী হাজারো পথচারী দুর্ভোগে পড়েন। বর্তমানে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ইন্দুরকানি মালবাড়ির এ ব্রিজটি অনেকটাই দুর্বল। পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক সেতুতে ওঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়েছে। ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে।

সড়ক ও জনপদ নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে সকালেই ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। সড়ক বিভাগের লোকজন সেখানে আছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, রাতে কয়লা বোঝাই ট্রাকে ব্রিজটি ভেঙে গিয়েছে। খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।