
গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার সময় গাড়ির ধাক্কায় একজন ডাকাত ও ডাকাত দলের হামলায় একজন চালক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলের সদস্য নিহত মো. আরিফ হোসেন কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। আর সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত আবুল কালাম শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনাস্থল থেকে চার ডাকাতকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে সাতখামাইর বাজারের কাছেই মাজার এলাকায় সড়কে গাছ ফেলে ৬ থেকে ৭ জনের ডাকাত দল। যানবাহন আটকে তারা সিএনজিচালিত একটি অটোরিকশার গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা নেওয়ার চেষ্টা করে। এসময় ভুক্তভোগীরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। এক পর্যায়ে একটি গাড়ির ধাক্কায় ডাকাত দলের সদস্য আরিফ হোসেন গুরুতর আহত হন। ডাকাতের হামলায় আহত হন অটোরিকশা চালক আবুল কালাম। খবর পেয়ে পুলিশের টহল দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারজনকে আটক করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানেই দুজন মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির ঘটনায় এক ডাকাত সদস্যসহ দুজন নিহত হয়েছেন। চারজন ডাকাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।